‘ফ্যাসিস্ট সরকারের’ পতনের এক বছর পূর্তিতে ফরিদগঞ্জে কেন্দ্রীয় নেতা মোতাহার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজেই অংশ নেন কর্মসূচিতে।
সোমবার (৫ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের সামনে থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি শুরু হয়। র্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালির বাজার চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সমাবেশ।
এই কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন পাটওয়ারী।
সমাবেশে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “২০২৪ সালের জুলাইয়ে ছাত্রজনতা, যুবদল, ছাত্রদলের গড়ে তোলা গণঅভ্যুত্থানে দেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। জনগণের সেই বিজয় বিএনপি এখনো ধরে রেখেছে। আমাদের দায়িত্ব এই গণজাগরণকে ধরে রাখা ও আরো শক্তিশালী করা।”
তিনি আরও বলেন, “বিএনপি এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। এই ঐক্যের শক্তিতেই আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবো। দলীয় নেতা-কর্মীদের আর কোনোভাবে বিভক্তি নয়, একসাথে চলতে হবে।”
র্যালি শুরুর আগেই প্রবল বৃষ্টি নামে। তবু নেতা-কর্মীরা ছাতা ছাড়াই রাস্তায় অবস্থান নিয়ে শ্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তারা ‘ফ্যাসিবাদ নিপাত যাক’, ‘গণঅভ্যুত্থান জিন্দাবাদ’, ‘বিএনপির বিজয় অটুট থাকুক’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, তিনি বলেন,
“বিএনপির এই বিজয় ছিল নিপীড়নের বিরুদ্ধে এক প্রতিরোধের ফসল। আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো।”
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন টেলু, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান গাজী, জেলা যুবদলের সদস্য মো. আমির হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. মনজুর হোসেন রনি, মো. নকিব চৌধুরী, উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, বালিথুবা পূর্ব ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন, সুবিদপুর পূর্ব ইউনিয়নের যুবদল নেতা মো. হাফিজ হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি অনিক হাছান মাছুম, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রোকন, পাইকপাড়া উত্তর ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক রুবেল, যুবদল নেতা মাহফুজ, আনোয়ার গাজী, সুমন মোল্লা, হাবিব মেম্বার, সবুজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সুমন, ইসমাইল হোসেন বাবু, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. পারভেজ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন মিজি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউছার মিজি, শরীফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী।
এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সরব উপস্থিতি স্থানীয় পর্যায়ে তৃণমূলের সংগঠিত অবস্থার প্রতিফলন ঘটায়। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতের আন্দোলনের ভিত্তি গড়ে তুলতে সহায়ক হতে পারে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৫ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur