Home / চাঁদপুর / ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিজয় একদিনে হয়নি : মোস্তফা খান সফরী
ফ্যাসিস্ট

ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিজয় একদিনে হয়নি : মোস্তফা খান সফরী

চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পলায়নের আজ এক বছর পূর্তি। এক বছর পূর্বে এই দিনটি প্রতিষ্ঠা করতে গিয়ে দীর্ঘ ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের যে বিজয় হয়েছে সেটি একদিনে হয়নি। দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে, এই সকল বিষয়ের মূল নেতৃত্বে ছিলেন আগামী রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান।

৫ আগষ্ট মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত ৩৬ জুলাই আগস্ট ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পলায়নের এক বছর পূর্তি উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন আমার জন্ম এখানে শৈশব কৈশোর কেটেছে এখানে, অথ্যাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে রয়েছি, ছাত্র জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশকে লালন করে আপনাদের পাশে থেকে আপনাদের একজন সেবক হিসেবে কাজ করার জন্য রাজনীতিতে প্রবেশ করি।

আমি বিএনপির একজন কর্মী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি চাঁদপুর- ৩ আসনে একজন মনোনয়ন প্রত্যাশী। তাই আমি আগামী দিন গুলোতে আপনাদের কে আমার পাশে চাই।
তিনি স্হানীয় নেতাকর্মীদের ও জনগণের উদ্দেশ্যে বলেন রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে নেতৃত্বের প্রতিযোগিতায় বিশ্বাসী, কিন্তু প্রতিহিংসার রাজনীতি আমি করি না। অতএব দলের কর্মী হিসেবে দলীয় মনোনয়ন চাওয়া যেমনি আমার অধিকার রয়েছে, তেমনি দলের অন্য একজন কর্মীর একই অধিকার রয়েছে। কিন্তু দল যাকে মনোনয়ন দিবে, আমরা যারা বিএনপির রাজনীতি করি, তাঁরা সকলে ঐক্যবদ্ধভাবে হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব। এটাই সর্বশেষ কথা।

তিনি বলেন, দেশ জনগণ ও বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এছাড়াও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লক্ষণ সেনের উত্তরসুরীরা দেশ ও গণতন্ত্রকে ধ্বংসের পায় তারা করছে এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।

স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হযরত আলী বেপারীর সভাপ্রধানে ও যুবদল নেতা আলমগীর রনির পরিচালনায় উক্ত স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাৎ ওয়াসিম পাটোয়ারী, বিএনপি নেতা এ এইচ এম অ্যাডঃ আশ্রাফুল ইসলাম আশু, চাঁদপুর সদর উপজেলা রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কবির সরদার, জেলা যুবদলের সহ সভাপতি সরোয়ার হোসেন গাজী,
কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হারুন বার্ট, সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা বশির পারভেজ,জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আবু আহমেদ,চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ জনি প্রমুখ।

উক্ত স্মরণ সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মোঃ আঃ রহমান।

উল্লেখ্য উক্ত স্মরণ সভায় বিভিন্ন ইউনিয়ন ও আশপাশ থেকে খন্ড খন্ড মিছিল সমবেত হন।

উক্ত সভায় নারীদের উপস্থিতি ছিলো ব্যাপক এবং ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে নারী পুরুষের উপস্থিতি সকলের নজর কেড়েছে।

স্টাফ রির্পোটার/ ৫ আগস্ট ২০২৫