Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় জামায়াতে ইসলামীর গনমিছিল
জামায়াতে

কচুয়ায় জামায়াতে ইসলামীর গনমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের আওয়ামী সরকারের পতনের ১ বছর পূর্তীতে কচুয়ায় জামায়াত ইসলামীর উদ্যোগে গণমিছিল ও বিজয় র‌্যালী বের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কচুয়া পৌরসভাধীন আল ফাতেহা আলিম মাদ্রাসার মেইন গেইট থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল গণমিছিল বের হয়। পরে মিছিলটি কচুয়া বিশ্বরোড হয়ে কচুয়া পৌর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করা হয়।

এসময় কচুয়া উপজেলা জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী, কচুয়া উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ, নায়েবে আমির মাষ্টার সিরাজুল ইসলাম, সহ-সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসেনসহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীসহ অসংখ্যা সমর্থকগন উপস্থিত ছিলেন।

কচুয়া প্রতিনিধি/৫ আগস্ট ২০২৫