চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বিএনপি আয়োজিত ৫ আগস্ট জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুথানের বিজয় র্যালিতে অংশগ্রহণ করতে এসে অসুস্থ হয়ে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) দুপুর আড়াইটায় মিজানুর রহমান বিজয় র্যালিতে অংশগ্রহণ করতে খিলা বাজার স্কুল মাঠে নেতাকর্মীদের সাথে জড়ো হন।
এ সময় তিনি বুকের ব্যথা অনুভব করলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমান ২ সন্তানের জনক। বিএনপির নিবেদিত যুবদল নেতা হিসেবে এলাকায় পরিচিত। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপি সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। রাত ৯ টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/৫ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur