বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক আজ চাঁদপুরের কচুয়ায় আসছেন। ২ আগস্ট শনিবার বিকেল ৩ টায় তিনি কচুয়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদ, চাঁদপুর জেলা শাখা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, কচুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা শাখা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সী, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ হানিফ। প্রধান বক্তার বক্তব্য রাখবেন চাঁদপুর ১ (কচুয়া) আসন থেকে দলের সংসদ সদস্য প্রার্থী মুফতি আনিসুর রহমান কাসেমী।
এদিকে মাওলানা মামুনুল হকের আগমনকে কেন্দ্র করে পুরো চাঁদপুর জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ধর্মপ্রাণ তৌহিদি জনতার মাঝে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রত্যাশা।
ইতোমধ্যেই কচুয়ার গুরুত্বপূর্ণ মোড়, বাজার, ইউনিয়ন সদর এবং প্রবেশপথসমূহে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন স্বাগত তোরণ ও ব্যানার। বিভিন্ন স্থানে চলছে প্রচারণামূলক কার্যক্রম, লিফলেট বিতরণ এবং সভাস্থলে প্রস্তুতির দৃশ্যমান ব্যস্ততা। বিশেষ করে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য আগামী দিনের বিশাল জনসভাকে কেন্দ্র করে স্থানীয় আলেম-উলামা, ছাত্রসমাজ ও রাজনৈতিক সংগঠকদের মধ্যে তৈরি হয়েছে এক বিরল ঐক্য ও সহযোগিতা।
বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার দায়িত্বশীলগণ দিনরাত পরিশ্রম করে প্রস্তুত করছেন সভাস্থল। গেট, স্টেজ, সাউন্ড সিস্টেম সবকিছুতেই চলছে চূড়ান্ত প্রস্তুতি।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আনিসুর রহমান কাসেমী বলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাঠ, মঞ্চ, নিরাপত্তা, ব্যবস্থাপনা সবখানেই চলছে চূড়ান্ত কাজ। ইনশাআল্লাহ আগামীকালের জনসভা হবে কচুয়ার ইতিহাসে একটি নতুন মাইলফলক।
তিনি আরও বলেন, এই জনসভাকে ঘিরে দলমত নির্বিশেষে মানুষের মাঝে তৈরি হয়েছে এক আশাবাদী মনোভাব। আমরা আশা করছি, কচুয়ার প্রতিটি জনপদ থেকে আগামীকাল মানুষের ঢল নেমে আসবে, ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার/ ২ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur