Home / উপজেলা সংবাদ / রাগদৈল উবির শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
রাগদৈল

রাগদৈল উবির শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আগামী এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার গুনগত মানোন্নয়নে ও ঝড়েপড়া রোধে এবং শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: কাজী মো: মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ শাহআলম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সাচার ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: আলাউদ্দিন আখন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: আবদুর রহমান, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ নূরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: এমদাদুল হক আখন্দ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার মো: মেজবাহ উদ্দিন আখন্দ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: আবু নঈম ভূঁইয়া, সাবেক সদস্য মো: নঈমুল ইসলাম, রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইমাম হোসেন মুন্সি, অভিভাবক মো: নাসির উদ্দীন খান, সমাজ সেবক মো: ফখরুল ইসলাম সরকারস, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান সহ আরো অনেকে।

পরে বিভিন্ন প্রতিযোগিতা কৃতি শিক্ষার্থীদের মাঝে আখন্দ পরিবারের পক্ষ থেকে পরিষ্কার সামগ্রী উপহার দেয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ আগস্ট ২০২৫