চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও পিপি অ্যাড. কোহিনূর বেগম। তিনি তার বক্তব্যে
বলেন, আপনারা আগামী দিনে ঐক্যের মাধ্যমে এগিয়ে যাবেন। আজকের অনুষ্ঠান প্রমাণ করেছে আপনাদের মধ্যে ঐক্য আছে। আপনারা বিগত ১৭ বছর ভোট দিতে পারেন নি। যদি আমরা আগামী দিনে মানিক ভাইকে এমপি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে চাই, তাহলে আমাদের কিছু কাজ আছে। আজকের এই প্রোগ্রাম সেই কাজেরই একটি অংশ।
তিনি বলেন, আপনারা তারেক রহমানের ৩১ দফার কথা তুলে ধরবেন। এই ৩১ দফার মধ্যেই আমাদের নেতা তারেক রহমান নারীদের নিয়ে ভেবেছেন। নারীদের এগিয়ে নেওয়ার চিন্তা করেছেন। আপনারা সবাই নিজে এবং আপনাদের সন্তানকে জাতীয়তাবাদী দলের আদর্শের ছায়া তলে নিয়ে আসবেন। কারণ বিএনপি জনগণের ভোটে বিশ্বাসী। বিএনপি কখনো মানুষের ভোট চুরি করে ক্ষমতায় আসেনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারন সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম মেহেদী, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন খান,পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী, জেলা যুবদলের সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহম্মদ মোজাম্মেল হক ।
পৌর ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি একেএম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান ফিরোজ পাটওয়ারীর ও সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সাজুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ, ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভুট্টু গাজী, ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রাজন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়া। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে নেতৃবৃন্দ সদস্যদের হাতে ফরম তুলে দেন।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন ওয়ার্ড যুবদল ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক সর্দার।
সিনিয়র স্টাফ রিপোর্টার/ ৩১ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur