Home / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়ায় ১৩৬ বোতল হুইস্কি ও ৬ কেজি গাঁজা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩৬ বোতল হুইস্কি ও ৬ কেজি গাঁজা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩৪ বোতল হুইস্কি, ৬ কেজি গাঁজা ও ১৭ বোতল নিষিদ্ধ এসকফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাতে জেলার কসবা, বিজয়নগর সীমান্তসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র জানায়, কসবার মঈনপুর বিওপির টহল কমান্ডার মো. শহিদুল ইসলাম মন্দভাগ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ বোতল হুইস্কি জব্দ করেন। একইসাথে বিজয়নগরের সিঙ্গারবিল বিওপির টহল দল ছয় কেজি গাঁজা ও ৩ বোতল হুইস্কি জব্দ করে। এছাড়া, দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত টহলের মাধ্যমে ৬১ বোতল হুইস্কি ও ১৭ বোতল নিষিদ্ধ এসকফ সিরাপ জব্দ করেন বিজিবি-১২ ব্যাটালিয়নের সদস্যরা।

রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া

 

||আপডেট: ০৪:৩১ পিএম, ১০ নভেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর