অবশেষে দীর্ঘ প্রতিজ্ঞা ও ভোগান্তির পর ৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নতুন করে পুনঃসংস্কার হতে যাচ্ছে চাঁদপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক, সাবেক বঙ্গবন্ধু সড়কটি। দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকা এ সড়কের দুর্দশা দূর করতে অবশেষে বড় অঙ্কের এই বরাদ্দ এসেছে। পৌরসভা জানিয়েছে, এই কাজ বাস্তবায়ন হলে শুধু এ সড়কই নয়, গোটা শহরের যানজট ব্যবস্থায় আসবে কাঙ্ক্ষিত পরিবর্তন।
জানা যায়, চাঁদপুর পৌরসভার নতুন আরইউটিডিপি প্রকল্পের আওতায় চাঁদপুর শহরের জন্য প্রায় ৫০–৬০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। এর মধ্যে চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কের সংস্কারের জন্য ৭ কোটি ৮৬ লাখ টাকার স্টিমেট অনুমোদন হয়েছে। টেন্ডার প্রক্রিয়া চলছে। আগামী ৩ মাসের মধ্যে কাজ শুরু হবে বলে জানা গেছে এবং সম্পূর্ণ কাজ শেষ হতে সময় লাগবে প্রায় এক বছর।
নতুন প্রকল্প অনুযায়ী, সড়কটির দুই পাশে ৪ মিটার করে সম্প্রসারণের মাধ্যমে মোট প্রস্থ হবে প্রায় ১৬ ফুট। প্রথমেই করা হবে ড্রেনের কাজসহ অন্যান্য আনুসাঙ্গিক কাজ, যাতে বর্ষায় আর পানি জমে না থাকে। এরপর হবে পূর্ণাঙ্গ কার্পেটিং ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজ। এ ছাড়া, রাস্তাটিকে আরও টেকসই ও যানজটমুক্ত করতে পরিকল্পনা করা হয়েছে ট্রাফিক ব্যবস্থারও উন্নয়ন।
সরজমিনে দেখা গেছে চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক এবং সাবেক বঙ্গবন্ধু সড়কটি চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে গেছে। প্রতিদিন হাজারো মানুষ, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার ও পণ্যবাহী যানবাহন এই রাস্তা ব্যবহার করে শহরে প্রবেশ করে এবং বাহির হয়। বিশেষ করে হাসপাতাল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং শহরের প্রাণকেন্দ্রের সাথে সংযোগের কারণে এ সড়কের গুরুত্ব অপরিসীম। কিন্তু বছরের পর বছর ধরে এখানে গর্ত আর ভাঙা অংশ বেড়েই চলেছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়, আর খানাখন্দের কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
কয়েক বছর ধরে সড়কের অবস্থা দিন দিন ভয়াবহ রূপ নেয়। সাময়িকভাবে ইট-বালি ফেলে বা খানিকটা প্যাচওয়ার্ক করে রাস্তাটি ব্যবহারযোগ্য রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু তা বেশি দিন টেকেনি। বৃষ্টি হলেই সেইসব কাজ ধসে পড়ে, সৃষ্টি হয় নতুন গর্তের। দুর্ঘটনায় আহত হয়েছেন অনেক পথচারী ও যাত্রী বিশেষ করে সন্ধ্যার পর আলো স্বল্পতায় ঝুঁকি আরও বেড়ে যায়।
বর্তমানে বঙ্গবন্ধু সড়কের প্রস্থ মাত্র ১২ ফুট, যা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের তুলনায় একেবারেই অপ্রতুল। বিষয়টি বিবেচনায় নিয়েই বড় ধরনের প্রকল্প হাতে নিয়েছে চাঁদপুর পৌরসভা।
চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া বলেন, নতুন আরইউটিডিপি প্রকল্পের আওতায় চাঁদপুর শহরের জন্য আমরা প্রায় ৫০–৬০ কোটি টাকার বাজেট পাবো। এর মধ্যে বঙ্গবন্ধু সড়কের জন্য ৭ কোটি ৮৬ লাখ টাকার স্টিমেট অনুমোদন হয়েছে। টেন্ডার প্রক্রিয়াধীন। আশা করছি, আগামী ৩ মাসের মধ্যে কাজ শুরু হবে এবং সম্পূর্ণ কাজ শেষ হতে সময় লাগবে প্রায় এক বছর।
এদিকে শহরবাসি মনে করছেন, টেকসই কাজ হলে শুধু শহর নয়, পুরো জেলার মানুষ উপকৃত হবেন। রাস্তায় এত ছোট বড় গর্ত যে পণ্য পরিবহন করতে অনেক সময় নষ্ট হয়, গাড়ির ক্ষতি তো হয়ই। এখন যদি সত্যিই ভালো কাজ হয়, তাহলে এই রাস্তা শহরের জন্য একটা বড় পরিবর্তন বয়ে আনবে।
শহরের একাধিক ট্রাকচালক ও অটোরিকশাচালকও জানিয়েছেন, এখন শুধু প্রকল্প বাস্তবায়নের অপেক্ষা। সবাই চান, এ বরাদ্দ যেন কাগজে-কলমেই সীমাবদ্ধ না থেকে অচিরেই বাস্তবে রূপ নেয়।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৯ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur