চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেবাপুর গ্রামে চুরির অপবাদে মারধরের শিকার হওয়া সেই যুবক অবশেষে বাড়ী ফিরেছেন। টানা ৫ দিন নিখোঁজ থাকা সেই ভাইরাল যুবক আল আমিন সোমবার সকালে তার নিজ বাড়ী কচুয়া উপজেলার ফতেবাপুর গ্রামে ফিরেন। পরে স্থানীয় সাংবাদিকদের কাছে তার নিখোঁজ হওয়ার বিষয়ে মুখ খুলেল এবং ঘটনার প্রকৃত বর্ণনা দেন।
অটো রিক্সা চালক আল আমিন জানান, গত বুধবার রাতে তিনি গ্যারেজে অটো রিক্সা রেখে তার সন্তানের জন্য খাবার ও অসুস্থ্য স্ত্রীর জন্য ঔষধ নিয়ে বাড়ী আসার পথে একই গ্রামের সরকার বাড়ীর কবির হোসেনের বাড়ীর পাশে এক বন্ধুর সাথে নেশা খাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করে মারধর করে আটকে রাখে। পরে তিনি প্রাণ ভয়ে কৌশলে এলাকা ছেড়ে পালিয়ে যান এবং সোমবার সকালে নিজ বাড়ীতে ফিরে আসেন।
এ ব্যাপারে স্থানীয় অধিবাসী কবির হোসেন সহ আরো অনেকে জানান, এলাকায় প্রায়ই চুরি সহ নানান অপরাধ সংগঠিত হচ্ছে। ঘটনার দিন রাতে আল আমিন কে সন্দেহ ভাজন আটক করে স্থানীয় লোকজন।
পরে তিনি স্বেচ্ছায় এলাকা ছেড়ে পালিয়ে যান।
এলাকাবাসী আরো জানান, তাকে কেউ ভয় ভীতি কিংবা হুমকি- ধমকি প্রদর্শন করেননি। আলামিন স্বেচ্ছায় আত্মগোপনে থেকে নিজে নাটক সাজিয়ে ভাইরাল হওয়ার জন্য এলাকাবাসীকে নিয়ে মিথ্যা অপপ্রচার করেন। আমরা তার মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ হারিজ বেপারী জানান, আলামিন নিখোঁজ থাকায় প্রকৃত ঘটনা জানা যায়নি। যেহেতু আল-আমিন বাড়ী ফিরে এসেছে তার সাথে কথা বলে প্রকৃত ঘটনা জেনে উভয়ের বিষয়টি সমাধান করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur