চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) গভীর রাতে ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি যৌথ দল। অভিযানে নেতৃত্ব দেন ফরিদগঞ্জ থানার এসআই মো. শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
অভিযানে ইয়াবাসহ আটক ব্যক্তি হলেন শ্রীকালিয়া এলাকার সওদাগর বাড়ির বাসিন্দা ফয়সাল আহমেদের ছেলে আল আমিন ওরফে সামির (২২)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮০ পিস ইয়াবা।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,২৮ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur