শিশুশিল্পীর স্বপ্নের আঁচড়ে চমকে দিলো আন্তর্জাতিক মঞ্চ। নেপাল-বাংলাদেশ শিশু-কিশোর আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৫-এ অসাধারণ সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ চিত্রশিল্পীর পুরস্কার অর্জন করেছে চাঁদপুরের প্রতিশ্রুতিশীল ক্ষুদে শিল্পী মোমেনা ফাইরোজ নূহিন।
গত ২৫ জুন নেপালের পর্যটন শহর পোখারার কুমুদিনী হোমস সেকেন্ডারি স্কুলের আর্ট গ্যালারিতে আয়োজিত এই প্রতিযোগিতা ও প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নেয় ২২০ জন এবং নেপাল থেকে ৮০ জন শিশুশিল্পী। ‘তোমার স্বপ্ন আঁকো’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে মোমেনা তার নিখুঁত রঙের ছোঁয়া ও ভাবনাপূর্ণ ক্যানভাস দিয়ে বিচারকমণ্ডলীর মন জয় করে নেয়।
প্রদর্শনীর একমাস পর গত ২৫ জুলাই শুক্রবার ঢাকায় সামরিক জাদুঘরের থ্রিডি গ্যালারিতে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোমেনা ফাইরোজ নূহিনের হাতে তুলে দেওয়া হয় শ্রেষ্ঠ চিত্রশিল্পীর পুরস্কার। এ অর্জন শুধু মোমেনার ব্যক্তিগত সাফল্য নয়, চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠন ‘রঙের চারু’ এবং পুরো জেলার জন্যও গর্বের।
শিশুশিল্পীদের চোখে দেখা স্বপ্ন যখন আন্তর্জাতিক প্রদর্শনীর দেয়ালে স্থান পায়, তখন সেটি শুধু একটি চিত্রকর্ম নয়, হয়ে ওঠে সম্ভাবনা, আত্মবিশ্বাস আর আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার গল্প। সেই গল্পেরই উজ্জ্বল নাম চাঁদপুরের মোমেনা ফাইরোজ নূহিন।
সে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আমিন বেপারীর একমাত্র মেয়ে। তার মাতা ফাতেমা আক্তার ডলি। তার এমন প্রাপ্তিতে তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৮ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur