কুমিল্লা বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আবৃত্তি সংগঠন ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার সন্ধ্যায় শহরের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগন বক্তব্য প্রদানের পর বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিল্পীবৃন্দ আবৃত্তি পরিবেশন করেন।
সংগঠনটির সভাপতি সুমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, কবি প্রাবন্ধিক ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, বিশিষ্ট বাচিক শিল্পী ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, বরেণ্য আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন, ঐতিহ্য কুমিল্লা’র সভাপতি ও গণমাধ্যমকর্মী জাহাঙ্গীর আলম ইমরুল।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান শিশির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমীন।
‘বোধের গভীরে থেকে আনি উচ্চারিত শব্দের ফুল’ এই শ্লোগানে ২০১৭ সালের ২৮ জুলাই পথ চলা শুরু করে আবৃত্তি সংগঠন ‘ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশাল ‘।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট মিলনায়তনে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এ আবৃত্তি অনুষ্ঠানের আমন্ত্রিত আবৃত্তি শিল্পীবৃন্দের মধ্যে ছিলেন, রুবেল কুদ্দুস, সাব্বির আহমেদ খান, মে. ফয়সাল আহমেদ, বিদ্যুৎ দত্ত, দীপ্তরাজ, দত্ত, রুমানা রুমি, জাওয়াদ-উর-রাকিন খান, গোলাম মোস্তফা, সাদিয়া রুম্পা, নোভা, শেফা, সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে কুমিল্লাসহ আবৃত্তি শিল্পীদের পাশাপাশি শিশু কিশোররাও দলীয় আবৃত্তি পরিবেশন করেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৮ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur