চাঁদপুর সাহিত্য একাডেমির নব-উদ্যোমে ২য় সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে লেখক-পাঠক ও সাহিত্য প্রেমীদের উৎসবমুখর অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য সভায় অংশগ্রহণকারী লেখকরা তাদের স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধ, গদ্য, বই, আলোচনা এবং স্মৃতিকথা পাঠ করেন। পাঠিত সাহিত্যকর্মের উপর উন্মুক্ত আলোচনা করেন অপর লেখকরা।
সভার শুরুতেই মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া-মোনাজাত করা হয়।
সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির সিনিয়র সদস্য মাঈনুদ্দিন লিটন ভুঁইয়া।
সাহিত্য সভায় বরেণ্য কথাসাহিত্যিক তারাশঙ্কর চট্টোপাধ্যায় ও সৈয়দ আলী আহসান এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সাহিত্য একাডেমীর পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান। বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সাহিত্য একাডেমীর পরিচালক ( সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক। চাঁদপুরের প্রয়াত সাংবাদিক ও লেখক অজিত কুমার মুকুল এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সাহিত্য একাডেমীর পরিচালক ( গ্ৰন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম।
প্রধান আলোচকের বক্তব্যে চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ বলেন, সাহিত্য একাডেমি এখন যেভাবে সরব হয়েছে, তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সাহিত্য একাডেমির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনদিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামীতে আরা বড় ধরণে পরিকল্পনা রয়েছে। যা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা চাঁদপুরের সাহিত্য র্চচায় আরো অগ্রগণ্য ভূমিকা রাখতে চাই।
একামেডির পরিচালক আশিক বিন রহিমের প্রাণবন্ত উপস্থাপনায় পাঠিত স্বরচিত সাহিত্য নিয়ে আলোচনা করেন একাডেমির নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি। শুভেচ্ছা বক্তব্য ও সাহিত্য পাঠ করেন সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য সুমন কুমার দত্ত, সদস্য আব্দুল গনি, ম. নূরে আলম পাটওয়ারী, রাজিব কুমার দাস, পলাশ দে, ইমরান শাকির ইমরু, ইয়াসিন দেওয়ান, লেখক আবু ইউসুফ, সামিয়া মেহনাজ নুসরাত, মারিয়া ইসলাম অনুপমা, নীলপত্র পাটোয়ারী, মুহাম্মদ শাহিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আদি বাংলার প্রকাশক ও সম্পাদক আরিফ রাসেল, চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য মুখলেছুর রহমান ভূঁইয়া, কবির হোসেন মিজি, সাদ আল আমিন,সাধারণ সদস্য মানিক দাস, তাফাজ্জল ইসলাম তাবু, আরিফুল ইসলাম শান্ত, মুহাম্মদ হানিফ, এএম সাদ্দাম হোসেন, তরুণ লেখক অনিক হোসেন, রবিউল হাসান, মোঃ তাইয়্যেবা হোসেন, মোবাশ্বেরা, রুপম কুমার দে, হাবিবুর রহমান, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কাউছার আহমেদ, জিএম নাজিমুল ইসলাম।
সাহিত্য সভায় সেরা তিনজন আড্ডারুকে পুরস্কৃত করা হয়। তারা হলেন রাজিব কুমার দাস, নীলপত্র পাটোয়ারী ও অনিক আহমেদ। সেরা আড্ডারু পুরস্কার স্পন্সর করে চাঁদপুর সাহিত্য পরিষদ।
অনুষ্ঠানে আবু ইউসুফ সম্পাদিত লিটলম্যাগ কিশোর আনন্দ’ মোরগ উমোচন করা হয়। এসম আবু ইউসুফ তার পক্ষ থেকে সাহিত্য একাডেমি লাইব্রেরির জন্য ১০টি লিটলম্যাগ প্যাক তুলে দেন। একই অনুষ্ঠানে চাঁদপুরের আরেক লেখক হাবিবুর রহমান শুভ তাঁর লেখা বেশ কিছু বই চাঁদপুর সাহিত্য একাডেমি লাইব্রেরীর জন্য তুলে দেন।
বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলমান সাহিত্য সভায় প্রায় ৫০ জন কবি-লেখক উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, ২৫ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur