চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড বলাখাল মিজি বাড়ীর আব্দুল হান্নান মিজির ছেলে মো. সাগর মিজি (২৮) গত ৬ মাস ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। হাজীগঞ্জ পৌরসভা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি দায়িত্বে রয়েছেন সাগর। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ পতনে জুলাই আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেন তিনি। এর আগে আওয়ামী সরকারের সময়ে একাধিক মামলা হামলার স্বীকার হয়ে অর্থনীতিক ভাবে অনেক ক্ষয়ক্ষতির সমক্ষীণে পড়েন এ ছাত্র নেতা।
হঠাৎকরে গত প্রায় ৬ মাস ধরে দূরার্গ রোগে ভুগছেন সাগর। চিকিৎসার জন্য প্রায় ৪/৫ লক্ষ টাকা এ পর্যন্ত ব্যয় করে পরিবার। বর্তমানে চিকিৎসার জন্য হাতে টাকা না থাকায় চিকিৎসা নিতে পারছে না যে কারনে মানবেতর জীবন যাপন করছে এ জুলাই যুদ্ধা।
ইতিমধ্যে দেশের সুনামধন্য স্কয়ার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. তাসবিহুর রহমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ফজল করিম, আনোয়ার খান মর্ডান হাসপাতালসহ বড় বড় ডাক্তারের চেম্বারে চিকিৎসা নিয়ে আসছেন।
সঠিক কোন রোগ নির্নয় করতে না পেরে হতাশা ভুগছেন সাগর ও তার পরিবার। ঘুমের ঘোরে কবরের আজাবের বর্ণনা, চিৎকার করতে করতে মাথা ঘুরে যন্ত্রণা চটপট করছে বলে দাবি সাগরের স্ত্রীর। বাবা মা মাঝেমধ্যে তার এমন আচরণে হতাশা হয়ে পড়েছে। বর্তমানে পরিবারের অস্বচ্ছলতা চিকিৎসা চালাতে পারছে না এ জুলাই যোদ্ধা সাগর মিজি।
এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, একসময় সাগর ছিলেন দুরন্তপনা ছেলে। যেকোন মানুষের বিপদে ঝাপিয়ে পড়তে দেখা যেত সাগরকে। রাজনৈতিক ভাবেও তাকে মাঠে ময়দানে অবস্থান নিতে দেখা যেত। বিএনপির রাজনীতি করে আবেগে যে কোন আন্দোলন সংগ্রামে সে ছিল সামনের যোদ্ধা। বিগত জুলাই আন্দোলনে তার অবদান সবার জানা আছে। অথচ অসুস্থ হওয়ার পর সে ভাবে সহযোগিতা পায়নি।
এ বিষয়ে দেশবাসীর কাছে এ জুলাই যোদ্ধা সাগর মিজি বলেন, আমাকে আপনারা বাঁচান, আমি স্বাভাবিক জীবনে ফিরে যেত চাই। আমার পরিবার ইতিমধ্যে চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিঃস্ব হয়ে পড়েছে। তাই আপনাদের কাছে চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করে নিম্নে আমার এ বিকাশ 01859434359 নাম্বার দিয়েছি। আমি আবারো দেশ ও দশের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৫ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur