চাঁদপুরের হাজীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। ২৩ জুলাই বুধবার রাতে উপজেলার ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়নের কাইজাংগা গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটে।
জানা যায়, কাইজাংগা মজুমদার বাড়ির দিন মজুর সোলেমান মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী জেসমিন বেগম খাটের নিচ থেকে হাতপাখা তুলতে গিয়ে সাপের ধ্বংসনের ছোবলে পড়েন। রাতেই স্থানীয় কবিরাজের চিকিৎসা নিয়ে বাড়ী ফিরলে মৃত্যুর যন্ত্রণা বেড়ে যায়। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ঐ নারী মৃত্যুর কবলে ঝুলে পড়েন।
নিহতের স্বামী সোলেমান মিয়া বলেন, আমরা রাতে একসাথে ঘুমাতে যাই এরমধ্যে আমার স্ত্রী খাটের নিচ থেকে হাতপাখা তুলতে গিয়ে সাপের কামড় তার হাতে পড়ে। পরে রাতেই স্থানীয় কবিরাজ দেখে চিকিৎসা দিয়ে বাড়ীতে আনার পর সে বিষাক্ত সাপের যন্ত্রণা চটপট করতে করতে আমার সামনে মৃত্যুর কবলে ঢলে পড়েন। আমি এখন ছোট ছোট তিন সন্তান নিয়ে বিপাকে পড়তে হবে।
বৃহস্পতিবার সকালে সাপের কামড়ে মৃত্যু খবর শুনে আসপাশের বাড়ির লোকজন ভিড় জমালেও প্রশাসন কিংবা স্থানীয় জনপ্রতিনিধি কেউ খোঁজ নেয়নি।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৪ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur