Home / চাঁদপুর / চাঁদপুরে এনসিপির পদযাত্রাকে ঘিরে সকল স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার
এনসিপির

চাঁদপুরে এনসিপির পদযাত্রাকে ঘিরে সকল স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

সারাদেশের ন্যায় জুলাই মাস ব্যাপী সব জেলায় এনসিপির পদযাত্রার অংশ হিসেবে চাঁদপুরেও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০ টায় শহরের বাসস্ট্যান্ড সড়কে পদযাত্রায় অংশ নিবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে চাঁদপুরে তৃণমূল নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন সাটানো হয়েছে। গত এক সপ্তাহ ধরে চাঁদপুরে বিভিন্ন হাট বাজার এবং পাড়া মহল্লায় মাইকিং করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সামনের সাড়ির ছাত্রনেতাদের এক নজর দেখতে অপেক্ষা করছে তাদের সমর্থকরা।

আরও পড়ুন=>  বুধবার চাঁদপুর থেকে আবার শুরু এনসিপির জুলাই পদযাত্রা

এদিকে চাঁদপুরে এনসিপির পদযাত্রাকে ঘিরে আইনশৃংখলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব বলেন, সকল স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়া বাড়তি নিরাপত্তায় মঞ্চের চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ।

এনসিপির জেলা প্রধান সমন্বয়ক মাহবুব আলম জানান, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার ফেনী-নোয়াখালী-লক্ষীপুরের পদযাত্রা স্থগিত করা হলেও আগামীকাল বুধবার চাঁদপুর ও কুমিল্লার পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। জেলায় পথযাত্রার পর শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পথসভা হবার কথা রয়েছে।

এই পথযাত্রায় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও নাসির উদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২২ জুলাই ২০২৫