২১ জুলাই মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস ও ২৪ শে জুলাই গণঅভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই সোমবার বিকেলে কওমি ছাত্র-জনতা মঞ্চের আয়োজনে চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ২, ৩ ও ৪ তারিখ জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছে কাওমী মাদ্রাসার ছাত্ররা। আমি ৩ তারিখ ঢাকায় ফ্যাসিবাদের আক্রমনে পড়েছি, তখন এই কাওমী মাদ্রাসার ভাইয়েরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে অনেকে অনেক কথা বলে তবে কাওমী মাদ্রাসার ছাত্ররাই হলো রাজপথের প্রকৃত যোদ্ধা। যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে তাহলে কাওমী মাদ্রাসার ভাইদের সকল চাওয়া-পাওয়া পূরণ করা হবে। সকলে মিলে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে কাজ করতে হবে।
বিৃশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আল্লামা সিরাজুল ইসলাম কাসেমী, বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সেলিমুল্লাহ সেলিম,অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাওলানা খাজা আহমদ উল্লাহ, চাঁদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, পরিচালনা করেন মাওলানা মাহমুদ মিয়াজী ও নাজমুল হাসান। মূল বক্তব্য রাখেন, কওমি ছাত্র জনতা মঞ্চের সদস্য ছাত্রনেতা মাওলানা নাজমুল হাসান,
ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসা থেকে আলামিন, জামিয়া এমদাদিয়া জাফরাবাদ মাদ্রাসা থেকে হাফেজ ইসমাইল, জামিয়া দারুল ইমান থেকে হাফেজ মাওলানা আশরাফ, আহমেদ শরীফ। আলোচনা সভা শেষে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সিনিয়র স্টাফ রিপোর্টার, ২১ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur