সাম্প্রকি কুমিল্লা ও আসপাশের জেলাগুলোতে প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ১০ জুলাই কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার যে বিষয়গুলো স্থগিত করা হয়েছিল, সেই পরীক্ষাগুলো ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া বিষয়গুলো হলো : পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র, যুক্তিবিদ্যা ১ম পত্র।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.শামছুল ইসলাম এবং পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন যে, কুমিল্লা বোর্ডের আওতাধীন ৬টি জেলা (ফেনী,নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা) এর কিছু অংশে আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ৯ জুলাই জরুরি সিদ্ধান্তে ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকল শিক্ষার্থীকে যথানিয়মে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ তিনটি বিষয়ের পরীক্ষা বাদে অন্যান্য পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই চলছে।
জাহাঙ্গীর আলম ইমরুল
২১ জুলাই ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur