চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ২০ জুলাই রোববার দুপুরে লাশটি উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ।
ধারণা করা হচ্ছে, প্ল্যাটফর্মে পড়ে থাকা ওই বৃদ্ধ খুবই অসুস্থ ছিলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।
চাঁদপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। (সূত্র- চাঁদপুর কন্ঠ)
চাঁদপুর টাইমস ডেস্ক, ২০ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur