গণঅভ্যুত্থান -২০২৪ এর শহীদের স্মরণে কেন্দ্রীয় কৃষক দলের কর্মসূচি অংশ হিসেবে চাঁদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। ২০ জুলাই রোববার বেলা ১১টায় শহরের সিএনজি স্ট্যান্ডের লেকের পাড়ে চাঁদপুর জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি।
চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।
চাঁদপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, সদর উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ খান, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক বিল্লার মল্লিক, পৌর কৃষক দলের সভাপতি আমিন মোল্লা, সাধারণ সম্পাদক শাহাজাহান গাজী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গণঅভ্যুত্থান -২০২৪ এর শহীদের স্মরণে কেন্দ্রীয় কৃষক দলের কর্মসূচি অংশ হিসেবে সারাদেশে ন্যায চাঁদপুরেও একযোগে জেলার সকল উপজেলা, ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে কৃষক দল।
সিনিয়র স্টাফ রিপোর্টার, ২০ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur