Home / শিক্ষাঙ্গন / ডাকসুর তফসিল ২৯ জুলাই
Dhaka University

ডাকসুর তফসিল ২৯ জুলাই

২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

রোববার ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল সংক্রান্ত সভা শেষে এ ঘোষণা দেন নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন,ডাকসুর তফসিল ঘোষণার অফিসিয়াল তারিখ ২৯ জুলাই। আমরা এ সিদ্ধান্ত থেকে এক পাও পিছপা হবো না। তফসিল ঘোষণার পর নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধাপ যথাযথভাবে অনুসরণ করা হবে।

চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, এ প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের ৪০ থেকে ৪৫ দিন প্রয়োজন হবে,আমরা এর বাইরে যাব না।

২০ জুলাই ২০২৫
এজি