চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত তিন জুলাই যোদ্ধার সমাধিতে বৃক্ষরোপন ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই- আগস্ট অভ্যুত্থানে ফরিদগঞ্জে ৩ শহীদ যোদ্ধা যথাক্রমে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামের শহীদ আব্দুল কাদির মানিক, বালিথুবা পূর্ব ইউনিয়নের বলিথুবা গ্রামে শহীদ সাহাদাত হোসেন ও সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া গ্রামে শীহদ আমির হোসেনের কবরে সোনালু প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে এসময়ে সহকারি কমিশার (ভুমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ইউপি চেয়ারম্যান মহসনি হোসেন এবং সংশিষ্ট শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন শেষে কবর জিয়ারত করা হয়।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৯ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur