Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও শ্রেষ্ঠ হতে হবে’
শিক্ষার্থীদের

‘শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও শ্রেষ্ঠ হতে হবে’

চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের স্কিম পরিচালক প্রফেসর মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়, মেধাবীদের সঠিকভাবে মূল্যায়নও জরুরি,”।

তিনি আরও বলেন, “এই পুরস্কার কেবল সম্মাননা নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য একটি বার্তা, তারা দেশ ও জাতির কর্ণধার। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও শ্রেষ্ঠ হতে হবে।”

উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম পাটওয়ারী।

এছাড়া গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. গিয়াস উদ্দিন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মেহেরিন রাজসিন পপি, অভিভাবক গোলাম মোর্তজা বক্তব্য রাখেন। আলোচনা শেষে ২০২২ ও ২০২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমপানি পুরষ্কার গ্রহণ করেন কৃতি শিক্ষার্থীরা।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৯ জুলাই ২০২৫