ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুরে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এর প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে তরুণ-তরুণী, ক্রীড়াবিদ, শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ অংশ নেন। ম্যারাথন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
১৮ জুলাই শুক্রবার সকাল ৭টায় জেলা শহরের ওয়্যারলেস এলাকা থেকে শুরু হয়ে এই প্রতীকী মিনি ম্যারাথন চেয়ারম্যানঘাটস্থ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক বলেছেন, ‘জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের স্মরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করেছে। জুলাইয়ের যে চেতনা ‘অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম’ সেটি আমাদের উদ্বুদ্ধ করবে। যারা আন্দোলনে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের যে মনের বাসনা, তা বর্তমান ও আগামী সরকার ও প্রশাসন নিশ্চয়ই বাস্তবায়ন করবে— আমি এ আশাই করি।’
এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, শহীদ পরিবারের সদস্য এবং কয়েকজন জুলাই যোদ্ধা।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন প্রতিযেগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
নিজস্ব প্রতিবেদক, ১৮ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur