Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিএনপিতে জায়গা নেই: ড.জালাল উদ্দিন
চাঁদাবাজি

চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিএনপিতে জায়গা নেই: ড.জালাল উদ্দিন

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, দলের মুখোশধারীদের দিয়ে বিএনপি চলবে না। চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত, তাদের এই দলে জায়গা নেই।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নে পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন ড. জালাল উদ্দিন।

তিনি বলেন, ১৭ বছরের সন্ত্রাসী আওয়ামী লীগ বিএনপিকে ভাঙতে পারেনি, কারণ দলে নিবেদিত প্রাণ কর্মী রয়েছে। নমিনেশন পাওয়ার জন্য রক্তপাত বা সন্ত্রাসের দরকার নেই, দলীয় আনুগত্য ও জনসেবার মধ্য দিয়েই নেতারা গড়ে ওঠে। বিএনপির লোকজন কখনো চাঁদাবাজিতে লিপ্ত নয়।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে যে ভাবে ভেঙে দিয়েছে, এখন সময় এসেছে দেশের নতুন রূপান্তরের। তা সম্ভব একমাত্র বিএনপির নেতৃত্বেই। আমাদের নেতা তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ। তিনি তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের ‘দেশের শত্রু’ আখ্যায়িত করে সতর্ক করেন।

সাদুল্যাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার।

আলমগীর সরকার বলেন, ফ্যাসিস্টদের বিএনপিতে জায়গা নেই। বিএনপি অনেক শক্তিশালী দল, এখানে বহিরাগতদের কোনো ঠাঁই নেই।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও সাদুল্যাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাসেল সিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কানাডা বিএনপির সাধারণ সম্পাদক নবির হোসেন নবি, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহাম্মদ, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুজ্জামান আনিছ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক, ১৮ জুলাই ২০২৫