চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে স্থানীয় এক নারী ফারজানা বেগম তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানান।
খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই সুমন চন্দ্র দে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে মোবাইল ফোন উদ্ধার করেন। সেখান থেকে ভিকটিমের স্ত্রী রিজমার সাথে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়।
নিহতের নাম বিল্লাল মিয়া (২৬)। তিনি হবিগঞ্জের বানিয়াচং থানার বিথঙ্গল গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করতেন।
নিহতের স্ত্রী রিজমা আক্তার জানান, বিল্লাল যাত্রাবাড়ির আড়ত থেকে মাছ কিনে দেশের বিভিন্ন জেলায় হকারি করে বিক্রি করতেন। ঘটনার দিনও সকালেই তিনি মাছ বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে বের হন। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক।
নিজস্ব প্রতিবেদক, ১৮ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur