চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১২৩৭ নাম্বার পেয়ে হাজীগঞ্জ উপজেলায় ১ম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী শেখ নুরজাহান আক্তার-কে সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন। বুধবার ১৫ জুলাই উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার একে জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনিসুর রহমান, নওহাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, রামচন্দ্রপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামসুদ্দিন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাশ, আল-কাউসার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মজুমদার পরান, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ পরান, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটোয়ারী, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসনা আক্তার, রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমির প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান, ডাটরা-শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. শফিকুর রহমান, রাজাপুর দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের সহ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন বলাখাল জেএন হাই স্কুল এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খোদেজা আক্তার, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন,রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন সরকার, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, টঙ্গীরপাড় উচ্চ বিদ্যালয়ের মো.প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র রায় সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানগণ।
উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি-২০২৫ পরীক্ষায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী শেখ মিজানুর রহমান এর কন্যা শেখ নুরজাহান আক্তার ১২৩৭ নাম্বার পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন অর্জন করেছেন।
১৭ জুলাই ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur