চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর বাগাদি চৌরাস্তা মোড়ে অবস্থিত হাজী লোকমান পাবলিক স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট কার্ড বিতরণ ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মো.রোকনুজ্জামান রোকন।
বিদ্যালয়ের সহকারী ভাইস প্রিন্সিপাল ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম শেখের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বালিয়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার হেড অফ ইনচার্জ মাওলানা মনোয়ার হোসাইন,বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. মো.রফিকুল ইসলাম মাহাদী ও উত্তর দিঘলদী জোড়পুল দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা চাঁদপুরের হেড অফ ইনচার্জ মাও. মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাজী লোকমান পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র হাসিবুর রহমান। বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক অনামিকা আক্তার,বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীমা আক্তার ও লাকি আক্তার উপস্থিত ছিলেন।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী জীবন পাটোয়ারীর মা কল্পনা আক্তার, দ্বিতীয় শ্রেণির ছাত্র শাহেদ এর মা জেসমিন আক্তার। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর ডায়াবেটিস হাসপাতাল মসজিদের ইমাম মাও.মো.রফিকুল ইসলাম।
সবশেষে ছাত্র-ছাত্রীদের রেজাল্ট কার্ড বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় দৈনিক অনুপমা এবং দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন বলেন,শিক্ষাই জাতির মেরুদন্ড এ কথা চিন্তা করে আমার বাবার নামে হাজী লোকমান পাবলিক স্কুলটি প্রতিষ্ঠা করেছি। আজ এ স্কুলের ছাত্র-ছাত্রীরা শিক্ষা অর্জনের জন্য যে পরিশ্রম করছে তা একদিন সার্থক হবে ইনশাল্লাহ।
তিনি বলেন,হারজিত চিরদিন থাকবেই এর মধ্যেই তোমরা এগিয়ে যেতে হবে, আজকে ভালো না করলে আগামীতে ভালো করবে,এ প্রত্যাশা আমি কামনা করছি। তোমরাও তা মনে প্রানে বিশ্বাস করে পড়ালেখা চালিয়ে যাবে। তোমাদের জন্য বিদ্যালয় এর পক্ষ থেকে যা কিছু প্রয়োজন আমি করে যাব ইনশাল্লাহ। অভিভাবকবৃন্দ যারা উপস্থিত আছেন আপনারা আপনাদের সন্তানদের পড়ালেখার দিকে খেয়াল রাখবেন যেন বিপথগামী বাচ্চাদের সাথে না মিশতে পারে। এখন এলাকায় মাদকের সংলাপ সবার সহযোগিতা চেয়ে আগামী বাংলাদেশ ভালো সুন্দর হোক এ কামনা করি।
নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur