চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ প্রতাপসাহা সড়ক সম্প্রসারণ ও নির্মাণকাজের স্বার্থে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে চাঁদপুর পৌরসভা। বুধবার (১৬ জুলাই) সকালে চাঁদপুর পৌরসভা ও রেলওয়ে প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ছায়াবাণী রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে স্থাপিত কমিউনিটি পুলিশিংয়ের অফিসও ভেঙে ফেলা হয়।
জানা যায়, ওই স্থানে শুধু অফিসই নয়, দীর্ঘ কয়েক বছর ধরে এক কমিউনিটি পুলিশিং নেতা বিভিন্ন গাছপালা, পশু ও পাখিও লালন-পালন করে আসছিলেন। তবে প্রতাপসাহা সড়কের সম্প্রসারণ কাজ বারবার ব্যাহত হওয়ায় এবং শহরের যানজট ও চলাচলে ভোগান্তি কমানোর জন্যই এ অভিযান চালাতে বাধ্য হয়েছে পৌর প্রশাসন।
এর আগে সোমবার (১৫ জুলাই) একই স্থানে রেললাইনের পাশে গড়ে ওঠা অন্তত ১০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দোকান ভাড়া বা অস্থায়ীভাবে চালিয়ে আসছিল কিছু ব্যবসায়ী, যা সড়ক সম্প্রসারণ ও নির্মাণকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।
পৌরসভা সূত্রে জানা যায়, প্রতাপসাহা সড়কের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে নিয়মিত অভিযান চালানো হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্থাপনা সড়কের উন্নয়নকাজে বাধা সৃষ্টি না করে।
নিজস্ব প্রতিবেদক, ১৭ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur