Home / সারাদেশ / কুমিল্লায় জুলাই শহিদদের স্মরণে সভা
জুলাই

কুমিল্লায় জুলাই শহিদদের স্মরণে সভা

“জুলাই শহিদ দিবস-২০২৫”উপলক্ষে কুমিল্লা জেলায় জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া সহ কুমিল্লার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আলোচকগন জুলাই বিপ্লবের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনে জুলাই বিপ্লবের অবিস্মরণীয় ভূমিকা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে তেকে যাবে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৬ জুলাই ২০২৫