বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁদপুর সার্কেলের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে পোস্টার, লিফলেট বিতরণ ও বিশেষ ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যানবাহনে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা হয়।
এ উপলক্ষে আয়োজিত রোড শোতে সড়ক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণ করেন পরিবহন চালক, মালিক, শ্রমিক ও সাধারণ যাত্রীরা।
সচেতনতা সভায়
বিআরটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এই রোড শো কর্মসূচিতে পথচারী ও সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন মোঃ কামরুজ্জামান সহকারী পরিচালক (ইঞ্জিঃ)।
এছাড়াও চালক-মালিক, যাত্রী-পথচারী এবং অভিভাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন বিআরটিএ, চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান সহকারী পরিচালক (ইঞ্জিঃ)। এসময় উপস্থিত ছিলেন- মোটরযান পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী মোটরযান পরিদর্শক, মোঃ শামীম মিয়া, ও উচ্চমান সহকারী মোঃ ইমদাদুল হক শামীম সহ বিভিন্ন পরিবহন মালিক-চালক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএর এই ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
স্টাফ রিপোর্টার, ১৬ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur