Home / চাঁদপুর / জুলাই শহীদ দিবস উপলক্ষে চাঁদপুরে বিআরটিএর সচেতনতামূলক রোড শো
জুলাই

জুলাই শহীদ দিবস উপলক্ষে চাঁদপুরে বিআরটিএর সচেতনতামূলক রোড শো

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁদপুর সার্কেলের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে পোস্টার, লিফলেট বিতরণ ও বিশেষ ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যানবাহনে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা হয়।

এ উপলক্ষে আয়োজিত রোড শোতে সড়ক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণ করেন পরিবহন চালক, মালিক, শ্রমিক ও সাধারণ যাত্রীরা।
সচেতনতা সভায়

বিআরটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এই রোড শো কর্মসূচিতে পথচারী ও সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন মোঃ কামরুজ্জামান সহকারী পরিচালক (ইঞ্জিঃ)।
এছাড়াও চালক-মালিক, যাত্রী-পথচারী এবং অভিভাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন বিআরটিএ, চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান সহকারী পরিচালক (ইঞ্জিঃ)। এসময় উপস্থিত ছিলেন- মোটরযান পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী মোটরযান পরিদর্শক, মোঃ শামীম মিয়া, ও উচ্চমান সহকারী মোঃ ইমদাদুল হক শামীম সহ বিভিন্ন পরিবহন মালিক-চালক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএর এই ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

স্টাফ রিপোর্টার, ১৬ জুলাই ২০২৫