চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং সন্দেহে ২২ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শহরের ছায়াবানী মোড়, মিশন রোড মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। এদের মধ্যে একজনকে আটক রাখা হলেও বাকিদের মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে এসব তথ্য জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটককৃতরা হলেন- আদীব (২০), মো. ফাহিম মিয়া (২০), ইয়াছিন মিজি (১৮), শাহাদাত হোসেন (২০), জুনায়েত তালুকদার (২০), ইয়াছিন আরাফাত (২০), মো. জিহাদ গাজী (১৭), মো. জুয়েল (১৭), মো. আব্দুস সালাম (১৬), সাইফ ইসলাম (১৬), রাশেদুল ইসলাম (১৬), মোহাইমিনুল ইসলাম (১৮), নাহিদুল ইসলাম (১৬), আল-আমিন (১৮), মাইনুর মিয়া (১৭), মো. রাব্বি (১৮), আলিফ বিন আজিজ (২৫), মজিব মাহাবুব জ্যোতি (২৩), আল-আমিন(২৩), আব্দুর রহমান(২৫) ও মোকতাদির আহাম্মেদ (২৩)।
ওসি বাহার মিয়া বলেন, ‘কিশোর গ্যাং রোধ করতে আমরা কাজ করে যাচ্ছি। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়।পরবর্তীতে তাদের যাচাই বাছাই করে কিশোর অপরাধ বিষয়ে কাউন্সেলিং করে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এদের মধ্যে একজন থানা হাজতে আটক রয়েছে।’
তিনি বলেন, ‘অভিভাবকদের আরো সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবো। কোনো অবস্থায় যেন অপ্রয়োজনে সন্ধ্যার পর কোনো কিশোর-কিশোরী বাসার বাইরে অবস্থান না করে।’
কিশোর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এর আগে ১৩ জুলাই রোববার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর অপরাধে জড়িত সন্দেহে ৩২ জনকে আটক করা হয়। পরে তাদেরকেও কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
স্টাফ করেসপন্ডেট, ১৬ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur