চাঁদপুরের ফরিদগঞ্জে পিইডিপি-৪ কর্মসূচির আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে অ্যাসিস্টিভ ডিভাইস ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার বি১৪ভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত শারীরিক, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীসহ ১৮ জন শিক্ষার্থীর হাতে এসব উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম ও ওয়ালি উল্লাহ।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৪ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur