Home / শীর্ষ সংবাদ / অন্যায়কে যারা প্রশ্রয় দেবে তাদের সাথে বিএনপির সম্পর্ক নাই : শেখ ফরিদ আহমেদ মানিক
অন্যায়কে

অন্যায়কে যারা প্রশ্রয় দেবে তাদের সাথে বিএনপির সম্পর্ক নাই : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপি’র নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকালে দূর্গাপুর হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত পরিচিতি সভা ও সদস্যদের ফরম সংগ্রহ কমসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথি’র বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এখানে এসে আমি অনেক প্রবীণ নেতা পেয়েছি। অন্যায়কে যারা প্রশ্রয় দেবেন তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা দলের নাম ভাঙ্গিয়ে অন্যায় করবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনের জন্যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। নির্বাচন খুবই কাছে। আগামী নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, তারেক রহমান দেশের জনগণ নিয়ে ভাবেন। সদস্য সংগ্রহ এবং নবায়নের ব্যাপারে আমাদের নেতা তারেক রহমানের উদ্দেশ্য রয়েছে। হাইমচরের এ কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা বিগত দিনে আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন। হাইমচরের উন্নতির জন্যে আমাদের জেলা বিএনপির কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লা সেলিম।

নব-গঠিত কামাটর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিকের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান গাজী, সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার ডি এম শাহজাহান, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ. খালেক খান, সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, প্রবীণ বিএনপি নেতা আ. হামিদ মাস্টার, হারুনুর রশিদ ভুট্টো মুন্সি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপি’র নবগঠিত কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক, ১২ জুলাই ২০২৫