চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের খলিশাডুলিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় মা ও ছেলে গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পৌর ১৩নং ওয়ার্ডের খলিশাডুলির খান বাড়িতে। আহতরা হলো- মো. মনির খান (৩৫) ও তার বৃদ্ধা মা মনোয়ারা বেগম (৭০)। এঘটনায় আহত মো. মনির খান চাঁদপুর সদর মডেল থানার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ও ২টা ৩০ মিনিটে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে। প্রথম হামলার ঘটনাটি ঘটে খানবাড়ির সামনে রাস্তার পাশের মাঠে এবং দ্বিতীয় হামলাটি ঘটে মঠখোলা মুখবধির স্কুল সংলগ্ন জসিম গাজীর দোকানের সামনে।
আহত মনির খান অভিযোগে উল্লেখ করেন, তার ভাতিজাসহ এলাকার কিছু কিশোর স্থানীয় একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পুকুরে গোসল করছিল। এ সময় তিনি তাদের ডাক দিলে ১নং বিবাদী যুবলীগ কর্মী নাইম পাটোয়ারী উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং দৌড়ে এসে তার মুখে ঘুষি মারে। এরপর ২নং বিবাদী ফাহিম পাটোয়ারী পেছন থেকে এসে মারধর শুরু করে এবং তার পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা ও একটি স্যামসাং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে ১নং স্বাক্ষী শরীফ গাজীর সহায়তায় মনির খান ঘরে আশ্রয় নিলে, ১নং বিবাদী তার নিজ ঘর থেকে চাইনিজ কুড়াল এনে তাকে মাথায় কোপ মারতে উদ্যত হয়। মনির খান প্রতিরোধ করলে আরও ছয়জন বিবাদী সংঘবদ্ধ হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
অভিযোগে আরও বলা হয়, কিছু সময় পরে মনির খান চা খেতে গেলে পুনরায় একই বিবাদীরা ২নং স্বাক্ষী মো. সাইফুল ইসলামসহ ২০-৩০ জন প্রত্যক্ষদর্শীর সামনে তাকে আবারও বেধড়ক মারধর করে। পরে স্থানীয়দের সহায়তায় মনির খানকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।
আহত মনির খান জানান, বিবাদী ১ ও ২নং কিশোর গ্যাং সদস্য এবং অন্যান্যরা তাদের সহযোগী ও মদদদাতা। তারা এলাকায় সুদের ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১০ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur