চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মোট ১২৬ বোতল মদ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) ভোরে হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার একটি ভাড়াকৃত গোডাউন থেকে এসব মদ উদ্ধার করা হয়।
অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে গোডাউনের ভাড়াটিয়া ও মাদক কারবারি সুবেদ চন্দ্র পাল পালিয়ে যান। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বিনন্দিয়ারচর গ্রামের রবীন্দ্র চন্দ্র পালের ছেলে। হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র জানায়, সেনাবাহিনীর হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা যৌথভাবে ওই গোডাউনে অভিযান চালিয়ে আনুমানিক ৫ লাখ ৯০ হাজার ৭০০ টাকা মূল্যের বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ উদ্ধার করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “মদ উদ্ধারের ঘটনায় সুবেদ চন্দ্র পালকে আসামি করে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৮ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur