Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে মেধাবৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ
মেধাবৃত্তি

শাহরাস্তিতে মেধাবৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ

“মেধাবীরাই গড়বে আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রাহ:) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ আল্লামা ফারুকী রাহ: স্মৃতি সংসদ শাহরাস্তি উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শহীদ আল্লামা ফারুকী রাহ: স্মৃতি সংসদের উপদেষ্টা মুফতি মাওলানা মোঃ জিয়াউল হক রেজভী’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ আল্লামা ফারুকী রাহ: স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাসান জুলহাস।

পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্মৃতি সংসদের উপদেষ্টা মকবুল আহমেদ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক, বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মোঃ আলী আজগর মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম দেওেয়ান, মোঃ আব্দুর রব,সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন, শাহরাস্তি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন।

এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাসুদ আলম, হুমায়ুন কবির সেন্টু, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৭ জুলাই ২০২৫