চাঁদপুর পৌরসভার আওতাধীন নিউ টাক রোডের দীর্ঘদিনের অবহেলিত ও অসমাপ্ত সড়ক সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। এই কাজ শুরু হওয়ায় এলাকার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং তদারকির ভূমিকায় থাকা নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কারকাজের সার্বিক তত্ত্বাবধান করছেন চাঁদপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বারেক ভূঁইয়া। তাঁর নিবিড় তদারকি ও প্রচেষ্টায় দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সড়কজুড়ে ছিল খানাখন্দ ও গর্ত, বর্ষাকালে পানি জমে চলাচল হতো দুর্বিষহ। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহন, এমনকি সাধারণ পথচারীদেরও রীতিমতো ভোগান্তিতে পড়তে হতো।
এখন সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আশার আলো দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মো. বারেক ভূঁইয়ার উদ্যোগের প্রশংসা জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, যথাসময়ে কাজটি সম্পন্ন হলে নিউ টাক রোড হবে চলাচলের উপযোগী ও টেকসই, যা নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদক:মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ৫ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur