কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় সেনাবাহিনী র্যাবের পৃথক অভিযানে ৮ জন আটক হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ৩টায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আদিল শাহরিয়ার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আকুবপুর ইউনিয়নের পীরকাশিমপুর গ্রামের মো. নাজিম উদ্দীন বাবুল এবং মো. সবির আহমেদ নামে দুইজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে দু’জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বাংগরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। আটক দুইজন হত্যামামলার ১৮ ও ১৯ নং আসামী বলেও জানান ওসি।
অন্যদিকে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় র্যাব-১১ এর পৃথক অভিযানে আরোও ০৬ জন আসামিকে আটক করার কথা জানানো হয়েছে। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আজ বিকাল ৫টার দিকে র্যাব-১১ এর সিও ঢাকার মিডিয়া সেন্টার ব্রিফ করবেন।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মোবাইল চুরি সন্দেহে স্থানীয়রা একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে।
নিহত তিনজন হলেন- কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এছাড়া পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। নিহত রুবি এবং তার পরিবারের সদস্যদের ভয়ে কেউ মুখ খুলতো না।। মোবাইল চুরিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হলেও দীর্ঘদিনের ক্ষোভ থেকে এ সহিংসতার বিস্ফোরণ ঘটেছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার (৪জুলাই) রাতে নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাংগরা বাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আকুবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে এবং বেশকিছু অজ্ঞাতনামা ব্যাক্তিসহ ৬৩জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানায় পুলিশ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৫ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur