দেশের অন্যতম দর্শক নন্দিত জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৩ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ণিল আয়োজনে এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
এনটিভি চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।
অনুষ্ঠানের শুরুতে এনটিভির প্রতিনিধি শরীফুল ইসলামকে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার।
চাঁদপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ফয়সাল গাজী বাহার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, খেলাফত মজলিস জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মো. নোয়াইম, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সময় টেলিভিশনের সিনিয়র প্রতিবেদক ফারুক আহম্মদ, চ্যানেল টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, একুশে টিভির প্রতিনিধি নেয়ামত হোসেন, নিউজ টোয়েন্টি ফোরের প্রতিনিধি খোকন কর্মকার, দীপ্ত টিভির প্রতিনিধি ইব্রাহীম রনি, এখন টিভির রিপোর্টার তালহা জুবায়ের, মোহনা টিভির সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, সাহিত্য একাডেমির পরিচালক আশিক বিন রহিম, জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, সাবেক সভাপতি এম এ লতিফ, চাঁদপুর সাংবাদিক সমিতির সভাপতি মোসাদ্দেক আল আকিব, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, সদস্য সেলিম রেজা, একাত্তর টিভির প্রতিনিধি আল আমিন ভূইয়া, গ্লোবাল টিভির প্রতিনিধি সুজন আহমেদ, দৈনিক আদি বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক এমরান হোসেন রাজন, জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল, মাজহারুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলমগীর পাটোয়ারী, কামরুল ইসলাম, মর্ডান শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সবকিছু মিলে এনটিভি জনপ্রিয়তার অবস্থানে জায়গা করে নিয়েছে। এনটিভি সময়ের সাথে তারা যুদ্ধ করে মানদন্ড টিকিয়ে রেখেছে। এনটিভি পরিবার সংগ্রামী শুভেচ্ছা পাওয়ার যোগ্য। এনটিভির বৈশিষ্ট্য বিনোদন ও সংবাদের পাশাপাশি বয়সভিত্তিক, পেশা ভিত্তিক প্রোগ্রামের আয়োজন করে থাকে। ৫ আগস্টের আগে এনটিভি চাপে পড়ে স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তবে মানদন্ড ধরে রাখার চেষ্টা করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, দীর্ঘ বছর এনটিভি নিজের মতো করে চলতে পারেনি। সুন্দর একটি ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আমরা একটি ক্লান্তিকাল পার করে যাচ্ছি। আমার আশা করি এন টিভি তার অবস্থান ধরে রাখতে পারবে। দেশের গণমানুষের নিউজ এনটিভি নিউজের মাধ্যমে প্রতিফলিত হবে।
নিজস্ব প্রতিবেদক,৩ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur