চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন সিআর মামলায় দণ্ডিত এবং অন্যজন সিআর মামলার পলাতক আসামি।
মঙ্গলবার (২ জুলাই) ওসি মো. শাহ আলম পিপিএম-সেবা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তীর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা গেছে, এএসআই (নিঃ) অসীম সিংহ সঙ্গীয় ফোর্সসহ রাজধানী ঢাকার ডিএমপি এলাকায় অভিযান চালিয়ে সিআর-৩৮৪০/২২ (বাড্ডা থানা) মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত এবং সিআর-১৩৯৮/১৮ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেন। তিনি মূলপাড়া গ্রামের মো. আশ্বাদ তালুকদারের ছেলে।
অন্যদিকে, ফরিদগঞ্জ থানার এএসআই (নিঃ) মো. কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বিশকাটালী এলাকার মৃত মুসলিম রাঢ়ীর ছেলে মিলন রাঢ়ী (২৫) কে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধেও সিআর মামলার পরোয়ানা ছিল।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, ২ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur