Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে জাতীয় সমবায় দিবস পালিত

মতলব উত্তরে জাতীয় সমবায় দিবস পালিত

মতলব উত্তর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলায় ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, বর্ণাঢ্য শোভযাত্রা, আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে উপজেলা সমবায় অফিসার মুখলেছুর রহমানের সভাপতিত্বে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক কামাল হোসেন খানের উপস্থাফনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি রাসেল ফয়েজ আহম্মেদ চৌধুরী শাহিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী, উপজেলার ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মোবারক হোসেন মুফতি, সাধারণ সম্পাদক ইবনাল মঈন আহম্মেদ রিপন, মতলব উত্তর উপজেলার শাপলা বহুমূখী সমবায় সমিতির সভাপতি মোঃ বাবুল সর্দার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণকারী কর্মকর্তা এসএম সৈয়দ হোসেন সরকার, দূর্গাপুর ইউনিয়ন জনকল্যাণ সমবায় সমিতির সভাপতি মোঃ মফিজুল ইসলাম,আলোর সন্ধানে বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসান ইমাম সালামত, মোহনপুর গ্রামীণ বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল আমিন প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মোঃ মুখলেছুর রহমান বলেন, “যুব উন্নয়নের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে শ্রম ও মেধা বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে। আর অর্থনেতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হলে সবার আগে সমবায়কে শক্তিশালী করতে হবে। গ্রামীণ জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে সমবায়ের বিকল্প নেই।”

দেশের প্রতিটি নাগরিককে তিনি সমবায়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। নদী- নালা খাল-বিলে রয়েছে মৎস্য উৎপাদনের বিপুল উৎস। উৎপাদনমুখী সমবায়ের মাধ্যমে এগুলোকে কাজে লাগিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে।

কামাল হোসেন খান

আপডেট ১১:৫৪ পিএম ০৭ নভেম্বব, ২০১৫ শনিবার

ডিএইচ