বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন আজ সোমবার ৩০ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত সংগঠনের সদস্যরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন। নির্বাচনে অংশ নিয়েছেন চাঁদপুর সদরের ফটো সাংবাদিকরা।
নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ২৪ জুন ২০২৫ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সোমবার ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনারের কাছে ১৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন ২২ জন প্রার্থী।
নির্বাচন কমিশনারের দায়িত্ব রয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আলম পলাশ, সহকারী নির্বাচন কমিশনার দায়িত্ব রয়েছেন গোলাম মোস্তফা ও মো.মাসুদ আলম।
মনোনয়নপদে দাখিল করা প্রার্থীরা হলেন সভাপতি পদে চৌধুরী ইয়াসিন ইকরাম,সিনিয়র সহ-সভাপতি পদে এস এম সোহেল ও কে এম সালাহউদ্দিন,সহ-সভাপতি পদে মাজহারুল ইসলাম অনিক,সাধারণ সম্পাদক পদে মো.শাওন পাটওয়ারী,সিনিয়র যুগ্ম সম্পাদক-১ পদে মো.শরীফুল ইসলাম,যুগ্ম সম্পাদক-২ পদে সজীব খান ও মোহাম্মদ বাদশা ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক পদে মো.আবদুর রহমান গাজী ও সাঈদ হোসেন অপু,অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম খান ও শেখ আল মামুন,দপ্তর সম্পাদক পদে মানিক দাস,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফাহিম শাহরিন কৌশিক ও মো.আনোয়ারুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমাম হোসেন গাজী,নির্বাহী সদস্য পদে এম এ লতিফ, সাইফুল আজম, মিজানুর রহমান লিটন, জামাল আহম্মেদ আখন্দ,অভিজিত রায় ও কে এম মাসুদ।
সভাপতি পদে চৌধুরী ইয়াসিন ইকরাম,সিনিয়র সহ-সভাপতি পদে এস এম সোহেল, সহ-সভাপতি পদে মাজহারুল ইসলাম অনিক,সাধারণ সম্পাদক পদে মো.শাওন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সম্পাদক-১ পদে মো.শরীফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক-২ পদে সজীব খান,দপ্তর সম্পাদক পদে মানিক দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমাম হোসেন গাজীর সাথে কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার সাংগঠনিক সম্পাদক পদে মো.আবদুর রহমান গাজী ও সাঈদ হোসেন অপু,অর্থ-সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম খান ও শেখ আল মামুন, দপ্তরপ্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফাহিম শাহরিন কৌশিক ও মো.আনোয়ারুল হক, নির্বাহী সদস্য পদে এম এ লতিফ, সাইফুল আজম, মিজানুর রহমান লিটন, অভিজিত রায় ও কে এম মাসুদের পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদের মধ্য থেকে প্রার্থীরা তাদের যোগ্য নেতাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। আর কয়েকজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur