Home / উপজেলা সংবাদ / কচুয়া / রাস্তার পাশে থাকা সেই রমিজ উদ্দিনের পাশে দাড়ালেন কচুয়া প্রশাসন
রাস্তার

রাস্তার পাশে থাকা সেই রমিজ উদ্দিনের পাশে দাড়ালেন কচুয়া প্রশাসন

বসতভিটা হারা ও সন্তানদের অবহেলার স্বীকার হয়ে কচুয়া-সাচার বিশ্বরোডের পাশে একটি মাচার উপর মানবেতর জীবনযাপন করছে এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমের সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধ রমিজ উদ্দিনের পাশে দাঁড়ালেন কচুয়া উপজেলা প্রশাসন।

তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট ইউনিয়নের প্রশাসক মোঃ কামরুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সংবাদটি যাচাই-বাছাই করে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। পালাখাল ইউনিয়ন পরিষদের প্রশাসক অতি দ্রুত ব্যবস্থা গ্রহন করে বৃদ্ধ রমিজ উদ্দিনকে পরিবারের কাছে তুলে দেন এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রমিজ উদ্দিনের হাতে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন কচুয়া উপজেলার মানবিক উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ হেলাল চৌধুরী।

এ সময় পালাখাল গ্রামের বৃদ্ধ রমিজ উদ্দিন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ জুন ২০২৫