লেখক-পাঠক ও সাহিত্য প্রেমীদের উৎসবমুখর অংশগ্রহণে চাঁদপুর সাহিত্য একাডেমির নব-উদ্যোমে প্রথম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন ২০২৫) সাহিত্য একাডেমীর মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য সভায় অংশগ্রহণকারী লেখকরা তাদের স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধ, গদ্য, বই, আলোচনা এবং স্মৃতিকথা পাঠ করেন। পাঠিত সাহিত্যকর্মের উপর উন্মুক্ত আলোচনা করেন অপর লেখকরা।
সাহিত্য সভায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ও কথাশিল্পী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন-সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি জামসেদ ওয়াজেদ ও লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।
সাহিত্য একাডেমির নির্বাহী পরিষদের সহ-সভাপতি আবদুল্লাহিল কাফীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক কাদের পলাশ। একাডেমির পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিমের প্রাণবন্ত উপস্থাপনায় সাহিত্য পাঠ, আলোচনা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য এটিএম আব্দুল মতিন মোল্লা, একেএম সলিমুল্লাহ, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের প্রচার সম্পাদক ছড়াকার মোঃ হোসেন, ছড়াকার খাঁন-ই- আজম, মাহমুদ হাসান খান, কবি ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, কার্যনির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, মোকলেসুর রহমান, সুমন কুমার দত্ত, মির্জা জাকির, কবির হোসেন মিজি, মনিরুজ্জামান বাবলু, উজ্জল হোসাইন, মহিউদ্দিন রাসেল, আল আমিন ও নুরুল ইসলাম ফরহাদ, একাডেমির সাধারণ সদস্য ও লেখক আব্দুল গনি, ম. নূরে পাটোয়ারী, কাজী রাসেল, দন্তন ইসলাম, ইলিয়াস বকুল, রাজিব কুমার দাস, এইচ এম জাকির, হাসানুজ্জামান, আরিফুল ইসলাম শান্ত, মুহাম্মদ হানিফ, শাকিবুল ইসলাম, ইমরান শাকির ইমরুল, আউয়াল হোসেন পাটোয়ারী, এএম সাদ্দাম হোসেন, আলমগীর হোসেন আঁচল, কাজী সাইফ, ইয়াসিন দেওয়ান, তাসফিয়া কাফি, মোঃ হাবিবুর রহমান, মোঃ রনি, মো. আরিফ হোসেন, আয়েশা সিদ্দিকা নাজা, মারিয়া ইসলাম অনুপমা, মোঃ বেলাল হোসাইন, মোর্শেদ শাওন, সামিয়া মেহুনাজ নুসরাত, কারি ইয়াসিন পাটোয়ারী, সামিয়া আলম, নাহিদ হাসান পাটোয়ারী, মোহাম্মদ শাহিন, মোবাশ্বের আক্তার প্রমুখ।
সাহিত্য সভায় সেরা তিনজন আড্ডারুকে পুরস্কৃত করা হয়। তারা হলেন হাসানুজ্জামান, ইয়াসিন দেওয়ান্যও সামিয়া মেহুনাজ নুসরাত। অনুষ্ঠানে সাহিত্য একাডেমি লাইব্রেরি সমৃদ্ধকরণের জন্য আমেরিকা প্রবাসী শরীফ হোসাইনের সৌজন্যে ৮০টি বই উপহার হিসেবে তুলে দেন এইচএম জাকির।
অনুষ্ঠানের শুরুতে একাডেমির প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য, সুহৃদ, লেখকদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলমান সাহিত্য সভায় প্রায় ৬০ জন কবি-লেখক উপস্থিত ছিলেন। সাহিত্য সভায় আগত লেখক, পাঠক ও সাহিত্য প্রেমীদের দেশজ ফল উৎসবের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
স্টাফ রিপোর্টার, ২৮ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur