Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা
ব্যবসা

মতলব দক্ষিণে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার। বৃহস্পতিবার বিকেলে মতলবের মুন্সীরহাট বাজারের শাহজালাল সুইটস ও আহাদ ফার্মেসীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন,শাহ জালাল সুইটস কে বাসি খাবার রাখায় ও নোংরা পরিবেশ থাকার অভিযোগে তিন হাজার টাকা এবং বিনামূল্যের সরকারি ঔষধ পাওয়ার অভিযোগ আহাদ ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৬ জুন ২০২৫