চাঁদপুরের কচুয়ায় বসতঘরে ঢুকে মমতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মহিলাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১ টার দিকে চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। বৃদ্ধা মমতাজ বেগম চাপাতলি গ্রামের ব্রিকস্ ফিল্ড ব্যবসায়ী মৃত: বাচ্চু কোম্পানির স্ত্রী।
নিহত নারীর ছেলে ব্রিকস ফিল্ড ব্যবসায়ী সোহেল প্রধানীয়া জানান, প্রতিদিনের ন্যায় রাত ১১টায় তিনি বাড়িতে গিয়ে তার মাকে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে ঘরের রুমে খোঁজেন। এ সময় বাসার স্টিলের আলমারীসহ আসবাবপত্র খোলা এবং এলোমেলো অবস্থায় দেখতে পান। তার মায়ের রুমে রক্ত মাখা বালিশ দেখতে পেয়ে পুলিশ ও আত্মীয়-স্বজনদের খবর দেন। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশে ঝোপের মধ্যে তার মায়ের মরদেহ খুঁজে পান।
এসময় তার ব্যবসায়িক কাজের সাড়ে ৪ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায় দুর্বৃত্তরা। তার দাবি দুর্বৃত্তরা তাকে হত্যা করতে এসে, ঘরে না পেয়ে, তাদের দেখে ফেলায় তার মাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।
এলাকাবাসী বলছেন, মহিলা রাতে বসতঘরে একা ছিলেন। তার ছেলে সোহেল প্রধানীয়া রাতে বাসায় এসে তার মাকে খুঁজে পায়নি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল। পরে রাতে খোাঁজখুজির পর রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢেকে রাখা ওই নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল।
স্থানীয় বাসিন্দা মিলন হোসেন বলেন, ঘরে একটি বটি দা রক্তাক্ত এবং প্রতিটি কক্ষে ও বাহিরে রক্ত পড়ে ছিল। তিনি বাসায় একা ছিলেন। বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে দুবৃত্তরা ঘরে প্রবেশ করে।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বসতঘরে প্রবেশ করে ওই মহিলাকে হত্যা করেছে। পরে বাড়ির পাশে ময়লার ঝোপে লাশ রেখে চলে যায়। তার নাক দিয়ে রক্ত পড়ছে। শরীরে তেমন আঘাত নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে স্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৬ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur