কুমিল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ হানিফ নামে এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১। ২৪ জুন সন্ধ্যায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান। তিনি জানান, ২০১৮ সালের ০৪ মে মাদকদ্রব্য পরিবহনকালে আসামী মোঃ হানিফকে গ্রেফতার করা হয়। এপ্রেক্ষিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের হয়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করেন। এরপর থেকেই আসামী সাজা এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত পলাতক ছিল।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ হানিফ (৩৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ছাওয়ালপুর গ্রামের মফিজুল ইসলাম এর ছেলে। বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষণার পর সাজা এড়াতে গ্রেফতারকৃত আসামী আতœগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় আতœগোপনে থাকে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে রুজুকৃত মাদক মামলা সহ মোট ১০ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৫ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur