Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে কৃষি উপকরণ বিতরণ

মতলব দক্ষিণে কৃষি উপকরণ বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান,মরিচ ও নারিকেলসহ বিভিন্ন ফসল উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলার ৬ টি ইউনিয়নের ২০০ জন কৃষকের মাঝে রোপা আমন ধান,৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচ, ২০০ জন কৃষকের মাঝে নারিকেল চারা, সার,ও অন্যান্য উপকরণ বিতারণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারি কর্মকর্তাসহ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক